Official Android Developer Site

android app develop
The best place to begin this list would be the official Android developer site. They have everything you could ever need for your app-developing journey, including the IDEs and tools mentioned above for getting started. And seeing as how this site is run by the actual maintainers of the Android SDK, it makes sense that their information would be the best and most up-to-date.
For beginners, this site has a comprehensive training section that ranges from setting up your environment and building your first Android app all the way to distributing a finalized app and making money on the Play Store. For advanced users, the API guides and references will always be there to help you find the most efficient solutions to your app-development troubles.
My favorite part about this site is that they don’t just teach you how to do things, but how to do them well. There are four training sections for “best practices” regarding interface design, user input, performance, and security – absolute essentials for anyone wanting to learn Android development.
Price: FREE

Mobile Tuts+ with Android

how to develop android apps
Tuts+ (AKA TutsPlus) is a great resource for tutorials in general, but their Android section has tons of great information for newbie and veteran developers alike. Just browse through the Android listings and you’ll find over 150 development tutorials that have been posted over the past three years.
It’s wonderful that Tuts+ categorizes each tutorial according to technology (Android SDK in this case) as well as difficulty and estimated completion time. These tutorials are all text-based, but they are professionally formatted and include loads of screenshots to help you in case of confusion.
I mentioned before that you’ll want to know Java and XML before jumping into Android development. Well, the Android 101 series of tutorials on Tuts+ starts you off with an introduction to Java before tackling the Android SDK. They really know what they’re doing and they’ve done a fantastic job in easing the learning curve.
Price: FREE

Marakana Android Bootcamp Series 2012

how to develop android apps
Marakana is a company that provides training to IT professionals in various fields and their expertise really shows when you take a look at some of their offerings. On the Android front, they’ve released a series of videos called the Android Bootcamp Series and they’ve proven to be some of the most helpful Android development videos currently out there.
The videos were recorded during a five-day live training camp for Android development, so these aren’t your run-of-the-mill YouTube videos with passable knowledge on certain subjects – rather, these are real teachings that have been taught in actual seminar environments by professionals for professionals.
Each lesson is of variable length: some only taking thirty minutes to consume while others can take up to three hours. It’s amazing that Marakana released five days’ worth of teaching for free, so take advantage of it while you can. However, before you begin, you should have a good grasp of Java since it is one of their prerequisites for the course.
Price: FREE

Android Development Tutorials @ Vogella.com

how to develop android apps
Vogella is a website dedicated to the acquisition and distribution of knowledge for Java, Android, and Eclipse. They have a series of tutorials for Android development and they are highly professional, lined with tons of screenshots and advice to get you started as quickly as possible without skipping over important details.
These tutorials begin from the very bottom, such as setting up your Android development environment and learning basic Android development concepts, to intermediate topics like processing XML, designing advanced interfaces, and playing with device sensors. The quantity isn’t as large as the other resources in this article, but the quality can’t be ignored.
Price: FREE

Android Development Series @ Lynda.com

android app develop
If you learn best by video and the Bootcamp series from Marakana wasn’t enough for you then you may want to consider the Android development videos on Lynda.com, a website with thousands of different video courses across hundreds of different tech-related subjects. Lynda.com’s Android section is home to eleven video courses that are each somewhere between two and seven hours long, resulting in over 40 hours of quality education.
One video takes you through the process of building a note-taking app from scratch. Another video provides seven hours of the essential Java training that you’ll need. Yet another video tackles the subject of Flash game development on Android. They’re all worth a watch and Lynda has proven to be a vast resource for learning.
Price: $25 per month subscription. There is an option for a seven-day free trial. If you subscribe, make sure you take advantage of the price and check out the other educational subjects on the site.

Conclusion

This is a great time for learning how to develop apps for Android. There are more resources available out there than at any time before, and you can access most of those resources without ever paying a cent. And it doesn’t matter which method you prefer – written guides, video tutorials, recorded lectures, etc. – because there’s enough variety.
Not mentioned in the article is MIT App Inventor, which is a tool provided by MIT that turns the app development process into a visual one. It’s great for non-coders and beginners, though it does sacrifice a lot of the flexibility and control that comes with creating an app from scratch. Check out our guide to MIT App Inventor if you’re interested.
Just remember that it won’t be an overnight process. It takes a good deal of time to learn and internalize the necessary concepts, so don’t give up. Keep at it and one day you may have a market-breaking app that everyone loves.

Mobile Application Developer Salary

  • Mobile Application Developer average annual salary (USA): $94,000
Mobile Application Developer Salary $94,000
 

Average salaries for mobile application developers and related positions:
  • Blackberry App Developer salary: $89,000
  • Software Engineer salary: $90,000
  • Mobile Software Engineer salary: $94,000
  • Mobile Application Developer salary: $94,000
  • iPhone Application Developer salary: $95,000
  • iPad Application Developer salary: $95,000
  • Java Application Developer salary: $96,000
  • Android Application Developer salary: $97,000
  • iOS Software Engineer salary: $102,000
  • Senior iPhone Developer salary: $105,000
  • Senior Android Developer salary: $107,000
  • Lead Java Developer salary: $110,000
  • Senior Mobile Developer salary: $111,000
  • Javascript Jquery Developer salary: $124,000
The hourly wage for mobile application developers varies widely - from $21 to $150 per hour - depending on the mobile developer's location, portfolio, proficiency and known platform
============= এই সব ভালো লাগে=================
=========== জীবনানন্দ দাশ================

(এই সব ভালো লাগে): জানালার ফাঁক দিয়ে ভোরের সোনালী রোদ এসে আমারে ঘুমাতে দেখে বিছানায়,------- আমার কাতর চোখ, আমার বিমর্ষ ম্লান চুল----
এই নিয়ে খেলা করে: জানে সে যে বহুদিন আগে আমি করেছি কি ভুল পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এক রূপসীর মুখ ভালবেসে।
পউষের শেষ রাতে আজো আমি দেখি চেয়ে আবার সে আমাদের দেশে
ফিরে এলো; রং তার কেমন তা জানে অই টসটসে ভিজে জামরুল,
নরম জামের মতো চুল তার, ঘুঘুর বুকের মতো অস্ফুট আঙুল;-----

পউষের শেষ রাতে নিম পেঁচাটির সাথে আসে সে যে ভেসে।
কবেকার মত কাক: পৃথিবীর পথে আজ নাই সে তো আর;
তবুও সে ম্লান জানালার পাশে উড়ে আসে নীরব সোহাগে;
মলিন পাখনা তার খড়ের চালের হিম শিশিরে মাখায় ;
তখন এ পৃথিবীতে কোন পাখি জেগে এসে বসে নি শাখায়;
পৃথিবীও নাই আর;-----
দাঁড়কাক একা একা সারারাত জাগে;
"কি বা হায়, আসে যায়,
তারে যদি কোনদিন না পাই আবার।


==================================================================
=================================================================
~শুধু তোমার জন্যে
~নির্মলেন্দু গুণ

তোমাকে স্পর্শ করতে গিয়েও কতবার যে আমি
গুটিয়ে নিয়েছি হাত, সে-কথা ঈশ্বর জানেন
তোমাকে আমার ভালবাসার কথা বলতে গিয়েও
কতবার যে বলিনি, সে-কথা আমার ঈশ্বর জানেন।

তোমার হাতের মৃদু কড়া-নাড়ার শব্দ শুনার জন্য
দরোজার সঙ্গে চুম্বকখন্ডের মতো আমার কর্ণযুগলকে
গেথে রেখেছিলাম। কোনো নির্জর্ন মধ্যরাতে তুমি এসে
ডেকে বলবেঃ এই যে ওঠো, আমি এসেছি, আ-মি।
আর আমি এ-কী শুনলাম, এ-কী শুনলাম এমৎ উল্লাসে
নিজেকে ছুঁড়ে দিচ্ছি তোমার উদ্দেশ্যে- ঠিক এরকম
একটি দৃশ্যের কথা কতবার যে আমি মনে-মনে
কল্পনা করছি, সে-কথা শুধু আমার ঈশ্বর জানেন।

আমার ঈশ্বর জানেন, আমার চুল পেকেছে তোমার জন্য
আমার ঈশ্বর জানেন, আমার জ্বর এসেছে তোমার জন্য
আমার ঈশ্বর জানেন, আমার মৃত্য হবে তোমার জন্য।
তারপর ঐ ঈশ্বরের মতো কোনো একদিন তুমিও জানবে
আমি জম্মেছিলাম তোমার জন্য, শুধুই তোমার জন্য।

=================================================================
================================================================= 

                                          অনন্ত জীবন যদি
                                          জীবনানন্দ দাশ

অনন্ত জীবন যদি পাই আমি – তাহ’লে অনন্তকাল একা
পৃথিবীর পথে আমি ফিরি যদি দেখিব সবুজ ঘাস
ফুটে উঠে – দেখিব হলুদ ঘাস ঝরে যায় – দেখিব আকাশ
শাদা হয়ে উঠে ভোরে – ছেঁড়া মুনিয়ার মত রাঙা রক্ত – রেখা
লেগে থাকে বুকে তার সন্ধ্যায় – বারবার নক্ষত্রের দেখা
পাব আমি; দেখিব অচেনা নারী আলগা খোঁপার ফাঁস
খুলে ফেলে চলে যায় – মুখে তার নাই আহা গোধূলির নরম আভাস।

অনন্ত জীবন যদি পাই আমি – তাহ’লে অসীমকাল একা
পৃথিবীর পথে যদি ফিরি আমি – ট্রাম বাস ধুলো
দেখিব অনেক আমি – দেখিব অনেকগুলো
বস্তি, হাট – এঁদো গলি, ভাঙ্গা কলকী হাড়ী
মারামারি, গালাগালি, ট্যারা চোখ, পচা চিংড়ি – কত কি দেখিব নাহি লেখা
তবুও তোমার সাথে অনন্তকালেও আর হবে নাকো’ দেখা।
 

=========================================================
                            তুমি ফিরবে
                          সমরেশ মজুমদার

তুমি ফিরবে কোন একদিন
হয়তো নীলিমায় হারানো কোন এক নিষ্প্রভ
বেলায়। নতুবা কোন এক নবীন হেমন্তে,
এক নতুন দিনের নির্মল খোলা হাওয়ায়।
অথবা কোন এক শ্রাবণের দিনে
অহরহ ঝরা ঘন কাল মেঘ বৃষ্টির
মুহু মুহু নির্ঝর খেলায়।

তুমি ফিরবে কোন এক রাতে
পূর্ণিমার ভরা জোছনায়।
তুমি ফিরবে জানি বহুদিন পরে
হয়তো বা হাজার বছর পরে।
কোন এক নিঃস্ব হৃদয়ে,
লক্ষ্য প্রাণের ভিড়ে, তুমি ফিরবে।

বহুরুপে সেই প্রাণে, অনেক নবীনের ভিড়ে,
তোমার আমার গড়া ভালবাসার নীড়ে!

=======================================================
                               ভালবাসি, ভালবাসি
                                সুনীল গঙ্গোপাধ্যায়

ধরো কাল তোমার পরীক্ষা,রাত জেগে পড়ার
টেবিলে বসে আছ,
ঘুম আসছে না তোমার
হঠাত করে ভয়ার্ত কন্ঠে উঠে আমি বললাম-
ভালবাস? তুমি কি রাগ করবে?
নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে,
ভালবাসি, ভালবাসি..

ধরো ক্লান্ত তুমি, অফিস থেকে সবে ফিরেছ,
ক্ষুধার্ত তৃষ্ণার্ত পীড়িত..
খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই,
রান্নাঘর থেকে বেরিয়ে ঘর্মাক্ত আমি তোমার
হাত ধরে যদি বলি- ভালবাস?
তুমি কি বিরক্ত হবে?
নাকি আমার হাতে আরেকটু
চাপ দিয়ে বলবে
ভালবাসি, ভালবাসি..

ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি,
সবেমাত্র ঘুমিয়েছ তুমি
দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম শশব্যস্ত
হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি-ভালবাস?
তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে?
নাকি হেসে উঠে বলবে
ভালবাসি, ভালবাসি..

ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে,মাথার উপর
তপ্ত রোদ,বাহন
পাওয়া যাচ্ছেনা এমন সময় হঠাত দাঁড়িয়ে পথ
রোধ করে যদি বলি-ভালবাস?
তুমি কি হাত সরিয়ে দেবে?
নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে কাঁধে হাত
দিয়ে বলবে
ভালবাসি, ভালবাসি..

ধরো শেভ করছ তুমি,গাল কেটে রক্ত পড়ছে,এমন
সময়
তোমার এক ফোঁটা রক্ত হাতে নিয়ে যদি বলি-
ভালবাস?
তুমি কি বকা দেবে?
নাকি জড়িয়ে তোমার গালের রক্ত আমার
গালে লাগিয়ে দিয়ে খুশিয়াল
গলায় বলবে
ভালবাসি, ভালবাসি..

ধরো খুব অসুস্থ তুমি,জ্বরে কপাল পুড়েযায়,
মুখে নেই রুচি, নেই কথা বলার
অনুভুতি,
এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার
মুখের
দিকে তাকিয়ে যদি বলি-ভালবাস?
তুমি কি চুপ করে থাকবে?নাকি তোমার গরম
শ্বাস আমার
শ্বাসে বইয়ে দিয়ে বলবে ভালবাসি, ভালবাসি..

ধরো যুদ্ধের দামামা বাজছে ঘরে ঘরে,প্রচন্ড
যুদ্ধে তুমিও অঃশীদার,
শত্রুবাহিনী ঘিরে ফেলেছে ঘর
এমন সময় পাশে বসে পাগলিনী আমি তোমায়
জিজ্ঞেস করলাম-
ভালবাস? ক্রুদ্ধস্বরে তুমি কি বলবে যাও?
নাকি চিন্তিত আমায় আশ্বাস
দেবে,বলবে
ভালবাসি, ভালবাসি..

ধরো দূরে কোথাও যাচ্ছ
তুমি,দেরি হয়ে যাচ্ছে,বেরুতে যাবে,হঠাত
বাধা দিয়ে বললাম-ভালবাস? কটাক্ষ করবে?
নাকি সুটকেস ফেলে চুলে হাত
বুলাতে বুলাতে বলবে
ভালবাসি, ভালবাসি..

ধরো প্রচন্ড ঝড়,উড়ে গেছে ঘরবাড়ি,আশ্রয় নেই
বিধাতার দান এই
পৃথিবীতে,বাস করছি দুজনে চিন্তিত তুমি
এমন সময় তোমার
বুকে মাথা রেখে যদি বলি ভালবাস?
তুমি কি সরিয়ে দেবে?
নাকি আমার মাথায় হাত রেখে বলবে
ভালবাসি, ভালবাসি..

ধরো সব ছেড়ে চলে গেছ কত দুরে,
আড়াই হাত মাটির নিচে শুয়ে আছ
হতভম্ব আমি যদি চিতকার করে বলি-ভালবাস?
চুপ করে থাকবে?নাকি সেখান থেকেই
আমাকে বলবে ভালবাসি, ভালবাসি..

যেখানেই যাও,যেভাবেই থাক,না থাকলেও দূর
থেকে ধ্বনি তুলো
ভালবাসি, ভালবাসি, ভালবাসি..
দূর থেকে শুনব তোমার কন্ঠস্বর,বুঝব
তুমি আছ,তুমি আছ
ভালবাসি, ভালবাসি.

==========================================================
                  আমি খুব অল্প কিছু চাই
                          হুমায়ুন আহমেদ

আমাকে ভালবাসতে হবে না,
ভালবাসি বলতে হবে না.
মাঝে মাঝে গভীর আবেগ
নিয়ে আমার ঠোঁট
দুটো ছুয়ে দিতে হবে না.
কিংবা আমার জন্য রাত
জাগা পাখিও
হতে হবে না.
অন্য সবার মত আমার
সাথে রুটিন মেনে দেখা
করতে হবে না. কিংবা
বিকেল বেলায় ফুচকাও
খেতে হবে না. এত
অসীম সংখ্যক ..না'এর ভিড়ে
শুধু মাত্র একটা কাজ
করতে হবে আমি যখন
প্রতিদিন এক বার ভালবাসি
বলব....তুমি প্রতিবার
একটা দীর্ঘশ্বাস
ফেলে একটু
খানি আদর মাখা
গলায় বলবে ...পাগলি.......
===========কোনো ব্যথিতাকে===============
=========== জীবনানন্দ দাশ================

এখন অনেক রাতে বিছানা পেয়েছ
নরম আঁধার ঘরে
শান্তি নিস্তব্ধতা;
এখন ভেবোনা না কোনো কথা।
এখন শুনো না কোনো স্বর।।
রক্তাক্ত হৃদয় মুছে
ঘুমের ভিতর
রজনীগন্ধার মতো মুদে থাকা ।
=====================================

                          বেঁচে আছি স্বপ্নমানুষ
                                মহাদেব সাহা

আমি হয়তো কোনোদিন কারো বুকে
জাগাতে পারিনি ভালোবাসা,
ঢালতে পারিনি কোনো বন্ধুত্বের
শিকড়ে একটু জল-
ফোটাতে পারিনি কারো একটিও আবেগের ফুল
আমি তাই অন্যের বন্ধুকে চিরদিন বন্ধু বলেছি;
আমার হয়তো কোনো প্রেমিকা ছিলো না,
বন্ধু ছিলো না,
ঘরবাড়ি, বংশপরিচয় কিচ্ছু ছিলো না,
আমি ভাসমান শ্যাওলা ছিলাম,
শুধু স্বপ্ন ছিলাম;
কারো প্রেমিকাকে গোপনে বুকের মধ্যে
এভাবে প্রেমিকা ভেবে,
কারো সুখকে এভাবে বুকের মধ্যে
নিজের অনন্ত সুখ ভেবে,
আমি আজো বেঁচে আছি স্বপ্নমানুষ।
তোমাদের সকলের উষ্ণ ভালোবাসা, তোমাদের
সকলের প্রেম
আমি সারি সারি চারাগাছের মতন আমার বুকে
রোপণ করেছি,
একাকী সেই প্রেমের শিকড়ে আমি
ঢেলেছি অজস্র জলধারা।
সকলের বুকের মধ্যেই একেকজন নারী আছে,
প্রেম আছে,
নিসর্গ-সৌন্দর্য আছে,
অশ্রুবিন্দু আছে
আমি সেই অশ্রু, প্রেম, ও নারী ও স্বপ্নের জন্যে
দীর্ঘ রাত্রি একা জেগেছি;
সকলের বুকের মধ্যে যেসব শহরতলী আছে,
সমুদ্রবন্দর আছে
সাঁকো ও সুড়ঙ্গ আছে, ঘরবাড়ি
আছে
একেকটি প্রেমিকা আছে, প্রিয় বন্ধু আছে,
ভালোবাসার প্রিয় মুখ আছে
সকলের বুকের মধ্যে স্বপ্নের সমুদ্রপোত আছে,
অপার্থিব ডালপালা আছে।
আমি সেই প্রেম, সেই ভালোবাসা, সেই স্বপ্ন
সেই রূপকথার
জীবন্তমানুষ হয়ে আছি;
আমি সেই স্বপ্নকথা হয়ে আছি, তোমাদের
প্রেম হয়ে আছি,
তোমাদের স্বপ্নের মধ্যে ভালোবাসা হয়ে আছি
আমি হয়ে আছি সেই রূপকথার স্বপ্নমানুষ।

=============
                            দূরের মেঘ
                            ফারজানা মিতু

তুমি যতোটা অশান্ত
আমিও ঠিক ততোটাই,
তোমায় অস্থির করে যে ব্যাকুলতা
আমায় ঠিক তেমনই করে;
তারপরও কেন এতো দূরত্ব?

তুমি যতোটা অস্থির
আমিও ঠিক ততোটাই,
তোমায় আকূল করে যে চঞ্চলতা
আমায় ঠিক তেমনই করে;
তারপরও কেন এতো দূরত্ব?

তুমি যতোটা পাগল
আমিও ঠিক ততোটাই,
তোমায় তৃষ্ণার্ত করে যে নীরবতা
আমায় ঠিক তেমনই করে;
তারপরও কেন এতো দূরত্ব?

যে ভালোবাসা তোমায় পোড়ায়
আমিও তেমন পুড়ি;
তারপরও কেন এতো দূরত্ব?
 

==========================
                        স্থির সত্য
              সুনীল গঙ্গোপাধ্যায়

বহুদিন আকাশ ভাসানো জ্যোৎস্নায়
হেঁটে যাইনি
নদীর কিনারায়
একটি ঘাসফুল ছিঁড়ে নিয়ে ছুঁড়ে দেইনি স্রোতে
বহুদিন, বহুদিন-
তবু আমি জানি
এখনো কোনোদিন জ্যোৎস্নায় ভেসে যায় আকাশ
আমার জন্য প্রতীক্ষা করে
নদীর কিনারার মাটি প্রতীক্ষা করে আছে
আমার পদস্পর্শের
ঘাসফুলটি হাওয়ায় দুলছে প্রতীক্ষায়
আমি তাকে ছিঁড়ে নেব
জলস্রোত ছলচ্ছল শব্দে আমায় ডাক পাঠাবে
এই সব স্থির সত্য নিয়ে বেঁচে আছি


 
থাকবি আমার হয়ে ?
-জিহান আল হামাদী

তুই আমার হবি ?
একটু ভালবাসলে কী এমন হবে তোর ?
তোর ত্রিযাত্রার আকাংখ্যা মেটানোর ক্ষমতা না থাকলেও
প্রতিরাতে তোকে একটি নীল গোলাপ এনে দিতে পারব,
দিব্যি দিয়ে বলছি !

যখন আমাদের বিছানায় ছোট্ট একটি বালিশ আনা হবে
তখন তাকে আমাদের মাঝে রেখে দিস,
আর তিন-চার টা বালিশ হলে, আমি না হয় মাটিতেই ঘুমিয়ে নেব
সেই বালিশগুলোর নাম তুই ই রাখিশ ।

তোর সিঁথি বেয়ে যে আর্দ্রতা নেমে যাবে আমার শরীরে
সে আর্দ্রতা আমায় নেশার যোগান দেবে
তোকে সেই নেশার ভাগিদার করতে না পারলেও
তোর মন্দিরে ভগবানের আনাগোনা রবে,
দিব্যি দিয়ে বলছি !

তোর বয়স যখন পঞ্চাশ পেরোবে
স্ত্রীকাল ঝুলে যাবে পাঁকা চুলের ভারে,
কুঁচকে যাওয়া চোঁখ দুটো সেদিনও
শুধু তোকে দেখেই শিস দিয়ে উঠবে বখাটের মত ।।
হুইল চেয়ার কিনে দেয়ার সামর্থ্য না থাকলে
তোর লাঠি হয়ে যাব আমি,
তিন বেলা ভাত দিতে না পারলেও
ভালবাসার থালিটা কোনদিন খালি থাকবে না,
দিব্যি দিয়ে বলছি !

আমি ভালবাসার অর্থ জানিনা
তবু তোকে একটা ছোট্ট কুঁড়ে ঘর বানিয়ে দিতে পারব,
সেই ঘরের জানালা দিয়ে তুই আকাশ দেখবি
সাঁঝের বেলা দুর থেকে মেঘ দেখবি,
থাকবি আমার হয়ে ?

বল না !
তুই আমার হবি ?
একটু ভালবাসলে কী এমন হবে তোর ?
বেশি দিনের জন্য না,
শুধু এই একটা জনম আমার হয়ে থাকলেই হবে ।
ভালোবাসার সংজ্ঞা
-- রফিক আজাদ

ভালোবাসা মানে দুজনের পাগলামি,
পরস্পরকে হৃদয়ের কাছে টানা;
ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেয়া,
বিরহ-বালুতে খালিপায়ে হাঁটাহাঁটি;
ভালোবাসা মানে একে অপরের প্রতি
খুব করে ঝুঁকে থাকা;
ভালোবাসা মানে ব্যাপক বৃষ্টি, বৃষ্টির একটানা
ভিতরে-বাহিরে দুজনের হেঁটে যাওয়া;
ভালোবাসা মানে ঠাণ্ডা কফির পেয়ালা সামনে
অবিরল কথা বলা;
ভালোবাসা মানে শেষ হয়ে-যাওয়া কথার পরেও
মুখোমুখি বসে থাকা।
 
 
  ........................................................................................................................................................................................................................
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
...........................................................................................................................................................................................................................
 -ইচ্ছে ছিলো
-হেলাল হাফিজ

ইচ্ছে ছিলো তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো
ইচ্ছে ছিলো তোমাকেই সুখের পতাকা করে
শান্তির কপোত করে হৃদয়ে উড়াবো।

ইচ্ছে ছিলো সুনিপূণ মেকআপ-ম্যানের মতো
সূর্যালোকে কেবল সাজাবো তিমিরের সারাবেলা
পৌরুষের প্রেম দিয়ে তোমাকে বাজাবো, আহা তুমুল বাজাবো।

ইচ্ছে ছিলো নদীর বক্ষ থেকে জলে জলে শব্দ তুলে
রাখবো তোমার লাজুক চঞ্চুতে,
জন্মাবধি আমার শীতল চোখ
তাপ নেবে তোমার দু’চোখে।

ইচ্ছে ছিল রাজা হবো
তোমাকে সাম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো,
আজ দেখি রাজ্য আছে
রাজা আছে
ইচ্ছে আছে,
শুধু তুমি অন্য ঘরে
......................................................................................................................................................................................................................
               ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
.......................................................................................................................................................................................................................
 
~~চাইনি কোন কিছুই
- ইমরান নীল

আমি কখনো খুব বেশী চাইনি তোমার কাছে ,
বলিনি হাত পুড়িয়ে উষ্ণ চা হাতে নিয়ে
আমার জন্য কাক ডাকা ভোরে দাঁড়িয়ে থাকতে ,
কখনো বলিনি ভিজা চুলের
ছিটাফোঁটা জল কণা দিয়ে
আমার ঘুম ভাঙ্গাতে ,
আমি কখনো খুব বেশী চাইনি তোমার কাছে ,
বলিনি প্রত্যেক দুপুরে আমার সাথে
জমকালো সাঁজে বেড়িয়ে যেতে কোন চাইনিজে ,
আমি কখনো বলিনি
নীল টিপ আর গাঢ় নীল শাড়ি অঙ্গে জড়িয়ে
আমার সাথে ঘুরে বেড়াতে কোন নির্জনে বা পার্কে ।
আমি কখনো বলিনি
একটা জুসের গ্লাসে দুটা স্ত্র দিয়ে
আমার সাথে জুস থেকে ,
আমি কখনো বলিনি
আমার জন্য পড়ন্ত বিকেলে
অপেক্ষায় থাকতে বারান্দায় ।

আমি কখনো খুব বেশী চাইনি তোমার কাছে ,
বলিনি আমার সাথে
ছাদের এক কোনে জ্যোৎস্না স্না করতে ,
আমি কখনো বলিনি
রাত জেগে ঝরে যাওয়া এক একটা নক্ষত্র দেখতে ,
বলিনি মধ্য রজনীর আমার বিনিদ্র প্রহরের
সঙ্গী হয়ে থাকতে ,
বলিনি আমার রাত্রির তৃপ্ততার পূর্ণতা দিতে ,
বলিনি আমার দেহপার্শ্বে আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকতে ,
শুধু চেয়েছি ,
তুমি সারাটা জীবন আমার পাশে
আমার হয়েই থাকবে ,
বল না খুব বেশী কিছু কি চেয়েছি ?
 .................................................................................................................................................................................................................
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
..................................................................................................................................................................................................................
 
 
 

10. Bears

10
There are only eight species of bears in the world and all of them can kill humans. Forget the cuddly teddy bears you used to have as a child, real bears are huge hulks of muscle, teeth and claws. They can run fast and have surprised many campers because they can climb up trees fast too. Bears do not go out of their way to attack humans but will also not think twice about charging a human who trespasses on their territory or threatens their young. An average of five to 10 people a year are killed in encounters with bears.

9. Sharks

9
Around 75 people around the world are attacked by sharks each year. Of that number an average of five to 10 of these attacks are fatal. The species of shark held responsible for most attacks is the Great White Shark which ranges in habitat from the coastlines of South Africa, Australia, New Zealand, California to Alaska, the east coast and the gulf coast of the U.S.A., Hawaii, South America, the Mediterranean Sea, West Africa to Scandinavia, Japan and the eastern coastline of China and southern Russia. Coming in second in terms of attacks on humans is the tiger shark followed by the bull shark. Those seeking to protect sharks from overfishing by humans still insist the chances of people getting killed by a shark are overall still less than their chances of dying in a plane crash or getting hit by lightning.

8. Cape Buffalo

africa-cape-buffalo

Cape buffalos are quite heavy, weighing in at 1.5 tons and, stand tall at 1.7 meters high and approximately 2.8 meters long. When these animals feel that they are in danger they attack head on, using their extremely sharp horns. Most animals will keep away, humans on the other hand are the only predator that the Cape Buffalo will come across. Statistically Cape buffalo are responsible for more human deaths in Africa than any other large animal.

7. Jellyfish

7
Every year millions of people swim in the sea, the domain of the jellyfish. Every year about a hundred or so people die from jellyfish stings. Currently the most dangerous species to humans is the box jellyfish of Australia, its tentacles have stingers that can pump venom into human skin, causing pain and discomfort at first. Fever and death usually follows. Unfortunately for humans poisonous jellyfish do not invade beaches all year round, they are seasonal creatures. However, when they are around and in large numbers local lifeguard services usually close off beaches.

6. Deer

6
While deer have antlers that can fatally gore a man, most deaths caused by deer are due to accidents on the highways. Deer that cross highways are often transfixed by vehicle headlights and freeze in place, this often leads to collisions along lonely stretches of highway in the U.S. and other parts of the world where there are deer. It is estimated 120 people are killed by deer every year.

5. Hippopotamus

5
These docile-looking water-going mammals are actually very vicious when provoked, marking territory or defending their young. Initially thought of as vegetarians, scientists were shocked to see them munch on meat when the situation was dire. They have also filmed a hippo eating crocodiles killed from territorial disputes and also another one feasting on an antelope stolen away from a crocodile. Hippos have huge incisors that can fatally gore other animals and humans. While they are bred for the water, they have no problems on land and have been known to run up to 30 miles per hour pursuing enemies, even outrunning humans. The biggest of them can grow up to weigh around three tons. In Africa it is estimated that some 2,900 people a year are killed by hippos.

4. Crocodiles

4
These beasts can grow up to terrifying lengths. The biggest living crocodile in captivity is an 18-footer in Australia, although the biggest ever caught was a 20-foot saltwater crocodile caught in the Philippines that died last February. What makes these things so dangerous? They are ambush masters in the water. A variety of colors lets them blend into their natural environment; they are able hold their breath for hours and swim silently underwater up to their unsuspecting prey. On land they may only be capable of sudden bursts of speed, but in the water they can move with lightning-quick reflexes and grab then drag prey under. An estimated 1,000 people are killed by crocodiles each year, most of them fishermen and people living beside huge rivers.

3. Scorpions

3
Scorpions are among the oldest creatures to ever live on earth. Thought by scientists to have evolved from sea-dwelling creatures that went on land, the scorpion has taken to land quite nicely, given that it has had millions of years to evolve and adapt. Today there are about between 1,300 to 2,000 different species of scorpions, but only 25 have a poison that is deadly to humans. However, not all scorpion stings are a guarantee of death. Some poisons just cause extreme discomfort and fever in the hardiest of humans, but others may experience paralysis, convulsions and cardiac arrest. Around 1,000 to 5,000 people are killed by scorpions every year.

2. Snakes

2
Snakes are blamed for an average of 50,000 kills a year around the world. While there are the occasional fatal bites on professional snake handlers, snake charmers and others involved in the herpetological business or studies, most deaths are from bites of snakes feeling threatened by human presence and activity. On top of the killer list is the Indian cobra. With many cities in India expanding into land that used to be jungles, snakes have been forced to deal with ever-encroaching human population and activity.

1. Mosquitoes

1
It is estimated that between 660,000 to 1,000,000 people each year are killed by the diseases mosquitoes carry. These diseases range from malaria to dengue and many are often fatal if not treated immediately. Mosquitoes are present in all countries in the world, they are even known to survive in harsh environments like volcanic craters and arctic regions. Mosquitoes have also been around for millions of years and are not going anywhere anytime soon.