শাঁখা
-- নির্মলেন্দু গুণ
আমি তোমাকে শাঁখা দিতে চাইলাম,
তুমি চাইলে অর্থহীন সোনার কাঁকন।
আমি তোমাকে সংসার দিতে চাইলাম,
তুমি চাইলে সুসজ্জিত স্তব্ধ অবকাশ।
আমি তোমাকে সন্তান দিতে চাইলাম,
তুমি চাইলে বাস্তবের বিদির্ণ পলাশ।
আমি তোমাকে স্বপ্ন দিতে চাইলাম,
তুমি ঘুমের ওষুধ কিনে নিলে।
-- নির্মলেন্দু গুণ
আমি তোমাকে শাঁখা দিতে চাইলাম,
তুমি চাইলে অর্থহীন সোনার কাঁকন।
আমি তোমাকে সংসার দিতে চাইলাম,
তুমি চাইলে সুসজ্জিত স্তব্ধ অবকাশ।
আমি তোমাকে সন্তান দিতে চাইলাম,
তুমি চাইলে বাস্তবের বিদির্ণ পলাশ।
আমি তোমাকে স্বপ্ন দিতে চাইলাম,
তুমি ঘুমের ওষুধ কিনে নিলে।
0 comments:
Post a Comment